pending for backend verification e passport এর মানে কি??

 pending for backend verification e passport 

 এর মানে কি?? 



আমরা যখন পাসপোর্ট স্ট্যাটাস চেককরি তখন এই লেখাটি এসে থাকে pending for backend verification  কি সমস্যার কারণে আসে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো

pending for backend verification কখন আসে 

আমাদের পাসপোর্টটি পিন্ট করার আগে অথবা পরে pending for backend verification লেখাটি আসতে পারে 

pending for backend verification কি কারনে এই লেখাটি আসে 

আপনার পাসপোর্ট প্রিন্ট করার আগে আরো একবার আপনার তথ্যগুলো যাচাই-বাছাই করে দেখে পাসপোর্ট হেড অফিস কর্মকর্তারা।  যদি pending for backend verification লেখাটা ২৫-৩০ দিন বেশি থাকে তাহলে এসএমএসের মাধ্যমে আরো একবার স্ট্যাটাস চেক করে নিতে হবে পাসপোর্ট স্ট্যাটাস এসএমএসের মাধ্যমে চেক করার পরেও যদি একই লেখাটা  থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার পাসপোর্ট ইনফর্মেশন মধ্যে যেকোনো তথ্য ভুল রয়েছে

pending for backend verification এই লেখা টি সাধারণত  সবচেয়ে বেশি এসে থাকে যারা পাসপোর্ট রিনিউ  করার জন্য আবেদন করেন

অর্থাৎ আমাদের পাসপোর্ট তৈরি করার সময় আমরা আমাদের বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা আমাদের নাম বয়স এবং আমাদের A To Z সকল ইনফর্মেশন পাসপোর্ট আবেদন ফরম দিয়ে থাকি। 

 যখন পাসপোর্ট অফিস আপনার পাসপোর্টে ফাইনালি প্রিন্ট করার জন্য প্রস্তুত  করে অর্থাৎ  বই আকারে করার  জন্য রেডি করে।  তখন পাসপোর্ট অফিস আপনার সকল তথ্য আরো  একবার  যাচাই করে দেখে   আপনি যদি আগে কোন পাসপোর্ট করে থাকেন সেই পাসপোর্টে ইনফর্মেশন আর এখন  বর্তমানে যে ইনফর্মেশনগুলো  দিয়েছে তার সাথে যদি সম্পূর্ণ মিল না থাকে তাহলেই এই pending for backend verification টি আসতে পারে। 

এখন বলতে পারেন আমি তো নতুন পাসপোর্ট করার জন্য  আবেদন করছি আমার কেনো   pending for backend verification লেখাটা আসলো  

এখানে হতে পারে আপনার এনআইডি কার্ড সার্ভার অথবা আপনার বাবা মা এনআইডি কার্ড সার্ভার  চেক করতে গিয়ে আপনি আবেদন করার সময় যে ইনফর্মেশন দিয়েছেন  উনারা ডাটাবেজে চেক করে  দেখার পর আবেদন করার সময় যে ইনফরমেশন দিয়েছেন সেই ইনফরমেশন এর সাথে আপনার ডাটাবেজের ইনফর্মেশন মিলছে না সে কারণে আসতে পারে pending for backend verification,

মূলকথা, আমার পাসপোর্ট আবেদন করলে যদি pending for backend verification লেখাটা ২৫-৩০ দিন বেশি থাকে তাহলে আমাদের আবেদন করার সময় যে  ইনফরমেশন গুলো দিয়েছি সেই ইনফর্মেশন  গুলোমধ্যে যেকোনো একটা তথ্য ভুল রয়েছে সেজন্য pending for backend verification লেখাটা এসেছে   


 কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী এবং কিভাবে নির্ধারিত হয় ? 

pending for backend verification আসলে করনীয় কি 

pending for backend verification এই লেখাটা আসলে আমাদের প্রথমেই যেই জেলা থেকে  আবেদন করেছি সেই জেলায় এডি স্যারের সাথে যোগাযোগ করতে হবে। তারপর উনারাই যাচাই-বাছাই করে আগারগাঁও একটি নোটিশ পাঠিয়ে দেবে কি কারনে এই  pending for backend verification লেখাটি আসলো অথবা কি সমস্যার হয়েছে আপনি ওনাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনার সমস্যাটি  জানতে পারবেন। 

এবং কি কি করতে হবে উনারাই দিকনির্দেশ দিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্টে যানাবেন


পাসপোর্ট এর স্ট্যাটাস সম্পর্কে জানতে পড়ুন


নিচ থেকে পাসপোর্ট এর বিভিন্ন স্ট্যাটাস এবং আপনার অজানা তথ্য জেনে নিন।


pending for backend verification meaning in bengali

pending for backend verification in central system

back end verification

pending abis check

pending in print queue epassport meaning in bengali

pending final approval

pending for passport personalisation

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url