অভিভাবকের অনুমতি পত্র ফরমেট। মা-বাবার সম্মতিপত্র। অভিভাবকের অনুমতি পত্র লেখার নিয়ম

বর্তমানে চাকরিরব আবেদন  ক্ষেত্রে মা- বাবা / অভিভাবকের সম্মতি পত্র লাগে। তো আজকে আমি আপনাদের দেখো মা-বাবার অনুমতি পত্র ফরমেট কিভাবে লিখতে হয় 

প্রথমেই আমার অভিভাবকের সম্মতিপত্র ফরমেট অথবা মা-বাবার সম্মতিপত্র কিভাবে লিখতে হবে একটি ড্যাশবোর্ড দিয়ে দিলাম




 অভিভাবকের সম্মতিপত্র 


 এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, ____________________, পিতা-____________________, মাতা-____________________, ঠিকানা- গ্রাম-____________, পোঃ_____________, থানা- _____________, জেলা-____________ সে আমার সন্তান।

তাকে বাংলাদেশ_____________,  বাহিনীতে নিয়োগ জন্য স্ব-জ্ঞানে সম্মতি প্রদান করিলাম । তার এই নিয়োগর ব্যাপারে আমার বা পরিবারের কাহারো কোন আপত্তি নেই 

           তাহার সর্বাঙ্গীন উন্নতি জীবনের কামনা করি।


স্বাক্ষর........................
তারিখঃ.......................

প্রথমেই দেখা যাচ্ছে যে এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে,  যেটা খালি জায়গা রয়েছে সে জায়গায় আপনার সম্পূর্ণ নামটা দিয়ে দিবেন। দ্বিতীয়  ড্যাশবোর্ডে আপনার বাবার নাম, মার নাম,এবং আপনার ঠিকানা জায়গায় শুধু গ্রাম অথবা মহল্লা লিখে দিবেন তারপর আপনার পোস্ট অফিস, থানা জেলা ধাপে ধাপে লিখে দিবেন 
লেখার পরে সবার নিচে দেখতে পাচ্ছেন স্বাক্ষর,স্বাক্ষর এর জায়গায় আপনার অভিভাবক যে তার স্বাক্ষর দিতে হবে। 
তারপর আপনি লিখাটি কপি করে যেকোনো প্রিন্টের দোকান থেকে প্রিন্ট করে নিলে হয়ে যাবে মা বাবার অনুমতি পএ অবশ্যই প্রিন্ট করার পর স্বাক্ষর এবং তারিখ দিতে হবে। 
 এভাবে মূলত অভিভাবক সম্মতিপত্র  অথবা মা-বাবার অনুমতি পত্র লিখতে হয় 
আরো পড়ুন...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url