ট্রেনের টিকেট কিভাবে অনলাইনে কাটবেন। অনলাইনে রেলওয়ে টিকিট কাটার নিয়ম।online train ticket booking
অনলাইনে কিভাবে আপনারা বাংলাদেশ ট্রেনের টিকেট কিনতে পারবেন সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ ট্রেনের টিকেট অনলাইনে কাটার জন্য আপনাকে বাংলাদেশ eticket railway gov bd ওয়েবসাইট ওপেন করে বাংলাদেশ রেলওয়ে টিকেট কিনতে পারবেন
অনলাইনে ট্রেনের টিকেট কাটতে কি লাগবে
অনলাইনে বাংলাদেশ রেলওয়ে টিকেট কিনতে হলে আপনার একটি মোবাইল নাম্বার এবং আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট যে নাম্বারটি রয়েছে নাম্বারটি হল ই আপনি বাংলাদেশ ট্রেনের টিকেট কিনতে পারবেন অনলাইনে মাধ্যমে
অনলাইনে ট্রেনের টিকেট কাটতে হলে একাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম অনলাইন
আমাদের বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট কিনতে হলে প্রথমে eticket railway gov bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে প্রথমে আমরা জেনে নেই।
ট্রেনের টিকেট অনলাইনে কিনার জন্য নির্ধারিত ওয়েবসাইট ওয়েবসাইট ওপেন করে
ওয়েবসাইটে 3 - লাইন ক্লিক করার পর registration অপশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন করে নিবেন
- ১: আপনার ফুল নাম এনআইডি অথবা ডেট অফ বার্থ ডে যেভাবে আছে সেভাবে দিতে হবে
- 2: একটি ইমেইল এড্রেস দিয়ে দিবেন অবশ্যই সঠিক কারণ অনলাইনে টিকেট কেনার পর ইমেইল এড্রেস এর মাধ্যমে টিকিটের পিডিএফ ফাইল দিয়ে থাকে
- ৩: তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন দ্বিতীয়বার আবার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন কারণ মোবাইল নাম্বারে ওটিপি আসবে।
- ৪: পাসওয়ার্ড দিবেন কনফার্ম করার জন্য আবার পাসওয়ার্ড দিবেন। পাসপোর্ট এর ক্ষেত্রে প্রথমে আপনার নাম তারপর একটা সংখ্যা যে কোন চিহ্ন ব্যবহার করতে পারেন।
- ৫: আইডেন্টিফাই টাইপ ক্লিক করে আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি কার্ডের যেই নাম্বার গুলো রয়েছে সে নাম্বার গুলো দিয়ে দিবেন
- ৬: পোস্ট কোড দিয়ে দিবেন পোষ্টকোড যদি জানা না থাকে আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন পোস্ট কোড দেওয়া আছে।
- ৭: পুরো ঠিকানা ইংলিশে লিখে দিবেন আমাদের ফরম ফিলাপ করা কমপ্লিট তারপর সাইনআপ এ ক্লিক করবেন।
- ৮: আপনি দেখবেন আপনার মোবাইল নাম্বারে OTP চলে গেছে ওটিপি টা কপি করে বসিয়ে দিবেন দেখবেন আপনার রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে
অনলাইনে রেলওয়ে টিকিট কাটার নিয়ম
অ্যাকাউন্ট কমপ্লিট করার পর হোমে চলে আসবেন
- ১: From প্রথমে আমাদের কোথায় থেকে ভ্রমণ শুরু করব সেই স্থানটি সিলেক্ট করে নিতে হবে যেমন আপনি ঢাকা থেকে আপনার যাত্রা শুরু করবেন From খালি ঘরে Dh লিখলে Dhaka চলে আসবে To আপনি কোথায় যাবেন ভ্রমণ করতে যেমন আপনি Cumilla যাবো Cu লেখলে Cumilla চলে আসবে।
- ২: Date of Journey আপনি কত তারিখে ভ্রমণ করবেন তারিখটা উল্লেখ করে দিবেন
- ৩: Choose Class হলো আপনি কি ধরনের সিটে বসে ভ্রমণ করতে চান এসিড আছে নন এসি আছে বিভিন্ন ক্যাটাগরি সিট রয়েছে। আপনার ইচ্ছা মতন আপনি চয়েজ করে নিবেন।
FIND TICKET ক্লিক করবেন দেখবেন আপনার অনেকগুলো ট্রেনের নাম শো করতেছে আপনি কোন ট্রেন দিয়ে ভ্রমণ করবেন সেই ট্রেন সিলেট করে নিবেন তারপর View Seats ক্লিক করবেন
আপনি দেখবেন ট্রেনের সিটগুলো শো করতেছে যেই সেটগুলোর কালার কালো সেগুলো অলরেডি অর্ডার হয়ে গেছে যেগুলো সাদা কালার সেগুলো এখন এভেলেবেল আছে তো আপনি যে কোন একটা সিট ক্লিক করে নিবেন আপনার ইচ্ছামত সিট ক্লিক করার পর
continue purchase ক্লিক করবেন। দেখবেন আপনার অ্যাকাউন্টটি সকল ডিটেলস শো করতেছে। আপনি একটি স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। দেখতে পারবেন পেমেন্ট অপশন বিকাশ নগদ শো করতেছে আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করবেন সেটার উপর ক্লিক করে দিবেন। ধরে নিলাম আপনি বিকাশে পেমেন্ট করবেন। বিকাশ ক্লিক করে continue purchase ক্লিক করবেন দেখবেন বিকাশে পেমেন্ট অপশন চলে এসেছে। আপনি আপনার বিকাশ নাম্বার দিবেন কম ফ্রম এ ক্লিক করবেন দেখবে আপনার বিকাশ নাম্বারে একটি OTP আসবে OTP ওয়েবসাইটে বসিয়ে দিবেন । তারপর আপনা বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন দিয়ে কনফার্ম ক্লিক করবেন দেখবেন আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে
এবং আপনাকে ওয়েল্কাম জানাবে টিকেট ওয়েবসাইট থেকে। একটি লেখা থাকবে টিকেট প্রিন্ট করুন পৃন্ট ক্লিক করে আপনি প্রিন্টার থাকলে সাথে সাথেই প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্টার না থাকলে পিডিএফ ফাইল ডাউনলোড করে নি। যে কোন দোকান থেকে প্রিন্ট করে আপনার যাত্রা করতে পারবেন এ টিকিটের মাধ্যমে।
যদি বুঝতে কোন সমস্যা হয় নিচে ইউটিউবে ভিডিও দেখা আছে ভিডিও দেখে আপনার কাঙ্খিত রেলওয়ে টিকেট কিনে নিতে পারেন
আরো পড়ুন........
- ট্রেনের টিকেট কিভাবে অনলাইনে কাটবেন।
- অনলাইনে স্টার সিনেপ্লেক্স টিকেট কাটার সিস্টেম
- জাতীয় জাদুঘর অনলাইনে টিকিট কাটার নিয়ম
- অনলাইনে বাস টিকিট কাটার নিয়ম।
- বিমানের টিকেট কিভাবে চেক করবো অনলাইনে
- অনলাইনে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর টিকিট কাটার নিয়ম
- মিরপুর চিড়িয়াখানা টিকিটের দাম কত
- স্টার সিনেপ্লেক্স টিকেট এর মূল্য
- চট্টগ্রাম চিড়িয়াখানা টিকেট মূল্য কত