বঙ্গবন্ধু জাদুঘর টিকেট মূল্য। Bangabandhu Museum Ticket Price
Bangabandhu Museum Ticket Price
এর আগের পোস্ট থেকে জেনেছি কিভাবে অনলাইন থেকে বঙ্গবন্ধু জাদুঘরের টিকেট কিনতে হয়। এখন আমরা বঙ্গবন্ধু জাদুঘরের টিকিটের মূল্য, বঙ্গবন্ধুর জাদুঘর ঠিকানা, বঙ্গবন্ধু জাদুঘর কখন খোলা থাকে টুকিটাকি বিষয়বস্তুু যানবো।
আপনার যদি ভ্রমণ করতে ভালো লাগে তাহলে বাংলাদেশের বঙ্গবন্ধু জাতীয় জাদুঘর ভ্রমণ করে আসতে পারে দেখার মত একটি জাগা৷ চাইলে আপনি বন্ধুবান্ধব সপরিবার সহ ভ্রমণ করতে পারবেন।
আপনি যদি অনলাইন থেকে কিভাবে বঙ্গবন্ধু জাদুঘরের টিকেট কিনতে হয় জানা না থাকে নিচের লিংকে ক্লিক করে জেনে আসুন।
বঙ্গবন্ধু জাদুঘর টিকিটের দাম
আমরা অনেকেই আছি বঙ্গবন্ধুর সাময়িক জাদুঘরের টিকেট সম্পর্কে গুগলে সার্চ দিয়ে থাকি। তো আজকে এই আর্টিকেল থেকে আপনি এখন জানতে পারবেন বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এর টিকিটের মূল্য।
বঙ্গবন্ধুর সামরিক জাদুঘর এর টিকেট এর দাম বাংলাদেশ নাগরিকের জন্য ৫০ টাকা। এবং বাইরের রাষ্ট্রে থেকে যারা জাদুঘর প্রদর্শন করতে আসবে তাদের জন্য ৫০০ টাকা। এবং সর্কভুক্ত দেশের নাগরিকের জন্য ৩০০ টাকা।
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর খোলার সময়
বঙ্গবন্ধু জাদুঘর দুই সিপ্টিতে ওপেন থাকে সকাল ১০ থেকে ১ পর্যন্ত এবং বিকেল ৩ থেকে ৬ পর্যন্ত (বুধবার এবং শুক্রবার ছাড়া)
বুধবার এবং জাতীয় ছুটির দিনে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বন্ধ থাকে।
বঙ্গবন্ধুর জাদুঘর ঠিকানা
বিজয় সরণি, ফার্মগেট, ঢাকা- 1215
টেলিফোন নম্বর: +028711111 Ext-8838
মোবাইল নং: 01769017770
আরো জানতে ওয়েবসাইট ভিজিট করুন
এই ছিল মূলত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের তথ্যাবলী আশা করি উপরে যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে তা জেনে আপনার উপকারে এসেছে। কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।
আপনি যদি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স মুভি দেখতে ভালোবাসেন তাহলে এখনি জেনে নিন কিভাবে বাংলাদেশের যেকোনো সিনেপ্লেক্সের টিকেট অনলাইনে কাটতে হয়
যেকোনো সিনেপ্লেক্সের টিকেটের মূল্য সম্পর্কে জানে নিন