নগদ ক্যাশ আউট চার্জ কত। নগদ ক্যাশ আউট খরচ কত। Nagad Cash Out Charge

 
নগদ ক্যাশ আউট চার্জ কত। নগদ ক্যাশ আউট খরচ কত। Nagad Cash Out Charge

Nagad app cash out charge 

নগদ ক্যাশ আউট খরচ বাংলাদেশ সকল মোবাইল ব্যাংকিং তুলনায় অনেক কম। তবে নগদ ক্যাশ আউট খরচ নিয়ে আমাদের গ্রাহকদের মাঝে অনেক দ্বিধাদ্বন্দ্ব  সৃষ্টি হয়ে থাকে। 

যেমন নগতে ক্যাশ আউট খরচ টিভিতে এড দেয় হাজার প্রতি ৯ টাকা ক্যাশ আউট খরচ। নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট করলে দেখা যায় বেশি কাটে। নগদ USSD CODE ব্যবহার করে ক্যাশ আউট করলে আরো বেশি কাটে । 

আমি আপনাকে আজকে নগদ ক্যাশ আউট সম্পর্কে সকল দ্বিধাদ্বন্দ্ব ভেঙে দেবো। 

 নগদ থেকে ব্যাংকে কার্ড ট্রান্সফার মানি নিয়ম এবং খরচ কত

নগদ অ্যাপ ক্যাশ আউট খরচ কত। nagad cash out 

নগদ অ্যাপ থেকে ১০০০ টাকা ক্যাশ আউট করলে মোট খরচ কাটে ১১.৪৮ পয়সা ।  এখানে প্রতি হাজারে সরকারি ব্যাট হলো ১.৪৯ পয়াসা। আর নগদ কোম্পানির ভ্যাট দিতে হয় ৯.৯৯ পয়াসা। এই ১১.৪৮ টাকা মোট খরচ কাটে নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট করলে। 

নগদ একাউন্ট খোলার পদ্ধতি


এখন চলে আসি USSD CODE নগদ ক্যাশ আউট খরচ। 

এখন যদি আপনি নগদ USSD কোড *১৬৭# ডায়াল করে ক্যাশ আউট করেন তাহলে কিন্তু  নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট যে খরচ কাটে  তার তুলনায় কিছুটা  খরচ বেশি কাটবে। 

 ইউএসএসডি অথবা *১৬৭# ডায়াল করে ক্যাশ আউট করলে প্রতি ১০০০ টাকা খরচ কাটে ১৪ টাকা ৯৫ পয়াসা কাটে 

তাই বলা যায় নগদ অ্যাপের মাধ্যমে ক্যাশ আউট করলে খরচ কম কাটে আর  *১৬৭# ডায়াল করে ক্যাশ আউট করলে খরচ বেশি কাটে। 

নগদ ক্যাশ আউট চার্জ কতো টাকা

নগদ গ্রাহক যদি Nagad App থেকে ১০০০ টাকা ক্যাশ আউট করলে ভ্যাটসহ  খরচ কাটে ১১.৪৮ টাকা। 

নগদ ইউএসএসডি *১৬৭# কোড ব্যবহার করে ক্যাশ আউট করে ১৪.৯৫ টাকা খরচ কারবে। নগদ

 নগদ সেন্ড মানি এখন পর্যন্ত ফ্রি রয়েছে 

নগদ একাউন্ট চেক করার কোড? 

*167# 

নগদ থেকে ক্যাশ আউট করার নিয়ম 

নগদ থেকে ক্যাশ আউট ২ ভাবে  করা যায় ১:  নগদ অ্যাপ ব্যবহার করে ২: *১৬৭# USSD CODE মাধ্যমে

নগদ অ্যাপ এর মাধ্যমে ক্যাশ আউট করার নিয়ম 

প্রথমেই নগতে অ্যাপ  টি ওপেন করে নিতে হবে, নগদ অ্যাপ ওপেন করার পর দেখবেন cash out ক্লিক করে নগদ উদ্যোক্তা অর্থাৎ এজেন্ট নাম্বারটি QR Code scanner করে নিতে পারেন। তারপর আপনার যত টাকা ক্যাশ আউট করবেন সেই টাকাটা লিখে দিবেন। আপনার নগদের পিন নাম্বার দিয়ে ক্যাশ আউট করে নিবেন । 

ইউএসএসডি কোডের ক্যাশ আউট করার নিয়ম 

*১৬৭# ডায়াল করে (1.cash out) সিলেট করে নগদ এজেন্ট নাম্বার দিয়ে নগদের pin দিয়ে দিবেন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url