ডাক বিভাগের নগদ একাউন্ট খোলার নিয়ম । নগদ একাউন্ট খোলার পদ্ধতি। অনলাইনে নগদ একাউন্ট খোলার নিয়ম। Nagad Account Create

কোটি মানুষের আস্থা অর্জন করেছে নগদ মোবাইল ব্যাংকিং। nagad mobile bank তুলনামূলক খরচ কম হয়। ধীরে ধীরে বাংলাদেশের সকল গ্রাহক কাছে নগদ মোবাইল ব্যাংকিং জনপ্রিয় হয়ে উঠেছে। সেই নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট কিভাবে আপনি ওপেন করবেন দেখাবো। 

নগদ মোবাইল ব্যাংকিং এতই সহজ হয়ে গেছে  আপনি ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে একটি Nagad Account ওপেন  করে নিতে পারবেন।

হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নগদ একাউন্ট খুলতে হয় নগদ একাউন্ট খুলতে হলে প্রথমে আমাদের  নগদ অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে 

account opening, how to open nagad account in iphone, how to open nagad account without nid 2022, nagad account, nagad, how to open nagad account, how to create nagad account, নগদ, open nagad account, নগদ একাউন্ট দেখার নিয়ম, nogod account khulbo kivabe, নগদ একাউন্ট খুলব কিভাবে, 2022 free best income site in bd, নগদ একাউন্ট খোলার সঠিক নিয়ম, কিভাবে নগদ একাউন্ট খুলতে হয়, নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২২, নগদ একাউন্ট খোলার পদ্ধতি apps ২০২২ How To Create Nagad Account 2022  | নগদ একাউন্ট খোলার পদ্ধতি | How to Open Nagad Account 2022 কিভাবে নগদ একাউন্ট করব, nagad account,nagad app,nagad, how to open nagad account without nid, nagad account khulbo kivabe, নগদ একাউন্ট খোলার পদ্ধতি বাটন ফোন, nagad account open,নগদ একাউন্ট খোলার পদ্ধতি,nagad account, nagad mobile banking, how to open nagad account with app, how to open nagad account 2022, nogod account khulbo kivabe app diye, nogot account app, how to create nagad account, নগদ একাউন্ট খোলার পদ্ধতি apps 2022, নগদ মোবাইল ব্যাংকিং, কিভাবে নগদ একাউন্ট খুলব, নগদ একাউন্ট খোলার পদ্ধতি apps দিয়ে,


ধরে নিলাম আপনি nagad app download করে নিয়েছে 

নগদ একাউন্ট খুলতে কি লাগে 

নগদ একাউন্ট খুলতে একটি এমন এনআইডি কার্ড লাগবে  যে এনআইডি কার্ড দিয়ে এখনো নগদ একাউন্ট খোলা হয়নি। এমন একটি নাম্বার লাগবে যে নাম্বারে কোন নগদ একাউন্ট রেজিস্ট্রেশন করা হয়নি 

এবং যার এনআইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট খুলব তাকে সামনে থাকতে হবে। ধরে নিলাম এধরনের সকল কিছুই আপনার হাতের কাছে রয়েছে। তাহলে দেরি  কিসের এখনই নগদ একাউন্ট খুলে নিন 

মোবাইলে নগদ খোলার নিয়ম

  • ১: নগদ একাউন্ট খোলার জন্য আমাদের প্রথমে Nagad App টা ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশন টা ওপেন করার পর 

  • ২: প্রথমে উপরে মোবাইল নাম্বার দিতে বলবে আমরা মোবাইল নাম্বার না দিয়ে একটু নিচে দেখবেন রেজিস্ট্রেশন করুন আমরা এখানে ক্লিক করব 

  • ৩: তারপর দেখবেন অ্যাকাউন্ট তৈরি করুন নিচের মোবাইল নাম্বার দিতে বলছে। আপনি যে নাম্বারটি দিয়ে  নগদ এখন খুলবেন সেই নাম্বারটি দিয়ে পরবর্তী ধাপ ক্লিক করুন 

  • ৪: তারপর উপরে যে নাম্বারটা দিয়েছেন সে নাম্বারটি কোন অপারেটরের সিম সেই নামটি সিলেট করে পরবর্তী ধাপে ক্লিক করুন 

  • ৫: ক্লিক করার পর দেখবেন আপনার জাতীয় পরিচয় পত্র অর্থাৎ আপনার আইডি কার্ড ছবি তুলতে বলতেছে আপনি ক্যামেরা এখানে ক্লিক করে প্রথমে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট ছবি তুলে আপলোড দিন 

  • দ্বিতীয়বার ক্যামেরা এখানে ক্লিক করে এনআইডি কার্ডের পিছনের  অংশ  ছবি তুলে আপলোড দিন। আপলোড দেয়ার পরে পরবর্তী ক্লিক করুন 

  • ৬: পরবর্তী ক্লিক করার পরে দেখবেন আপনার এনআইডি কার্ড ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট সকল তথ্য দেখা যাচ্ছে। তথ্যগুলো আপনি ভালো করে একবার পড়ুন।  যদি কোন ভুল হয় সঠিক করে লিখে দিন । সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তী তে ক্লিক করুন 

  • ৭: পরবর্তী ক্লিক করার পর আপনাকে ছবি তোলার জন্য অনুরোধ করছে ছবি তোলার আগে অবশ্যই পাঁচটি ট্রান্সলেট কন্ডিশন লেখা আছে ভালো করে পড়ে নিন। পরবর্তী ধাপ ক্লিক করুন 

  • ৮: যার এনআইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট খুলেছেন তার একটি ছবি তুলে নিন ছবি তোলার সময় অবশ্যই চোখের পলক ফালাতে হবে।  ছবি অটোমেটিক নেওয়ার পর পরবর্তী ধাপ ক্লিক করুন

  • ৯: তারপর আপনার অন্যান্য ডকুমেন্ট আপলোড দিতে বলবে চাইলে আপনার  স্কিপ  করে চলে যেতে পারেন স্কিপ এ ক্লিক করে দিবেন

  • ১০: তাদের ট্রানসেন্ড কন্ডিশন গুলো আপনি পড়ে টিক মার্ক দিয়ে আপনার হাত দিয়ে একটি সিঙ্গেসার লিখে দিবেন। সিঙ্গেসার লিখার পর পরবর্তী ক্লিক করুন। 

  • ১০: পরবর্তী ক্লিক করার পর দেখবেন আপনার সকল ইনফরমেশন গুলা সফল লেখা এসেছে। পরবর্তী ক্লিক করুন 

  • ১১: তারপর আবার দেখবেন আপনার ডকুমেন্টের সকল তথ্য দেখা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তী তে ক্লিক করুন 

  • ১২: তারপর যে নাম্বার দিয়ে আমরা এখন ওপেন করতেছি সে নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপি বসিয়ে যাচাই করুন ক্লিক করবেন। ওটিপি আপনার অটো বসে যাবে খালি ঘরে। 
  • ১৩: তারপর দেখবেন আপনার নগদ একাউন্টের পিন সেটআপ করতে বলছে তো আপনার 4 সংখ্যার যেকোনো একটি পিন দিবেন পুনরায় আবার প্রিন্ট দিবেন দেওয়ার পর সাবমিট ক্লিক করুন  

  • ১৪: সাবমিট ক্লিক করার পর দেখবেন নগদ একাউন্ট ওপেন হয়ে গেছে কনফার্ম হওয়ার জন্য আপনার মেসেজ অপশনে চলে যান মেসেজ অপশনে গিয়ে দেখবেন একাউন্ট ওপেন সাকসেসফুল একটা মেসেজ এসেছে 


হ্যাঁ বন্ধুরা এভাবেই নগদ একাউন্ট খুলতে হয় বিস্তারিত জানতে চাইলে নিচে ইউটিউব এর লিংক দেওয়া আছে ভিডিও দেখে এখন খুলতে পারেন





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url