জন্ম নিবন্ধন সার্টিফিকেট অনলাইনে আবেদন করুন। online date of birth certificate apply

জন্ম নিবন্ধন সার্টিফিকেট অনলাইনে আবেদন করুন। online date of birth certificate apply


আজকে আলোচনা করব একটি জন্মেনিবন্ধন সার্টিফিকেট অনলাইনে আবেদন  কিভাবে করবেন, জন্ম নিবন্ধনের আবেদন করতে কি কি লাগবে,এবং কত দিনের মধ্যে আপনার জন্মনিবন্ধন সার্টিফিকেট পেতে পারেন, আবেদন করার পর কি কি কাগজপত্র জমা দিতে হবে সমস্ত বিষয় আলোচনা করো  

অনলাইনে জন্মনিবন্ধন সার্টিফিকেট আবেদন করতে কি কি লাগবে 

অনলাইনে জন্ম নিবন্ধন সার্টিফিকেট আবেদন করার সময় বেশি কাগজপত্র লাগে না। মাত্র দুইটা ডকুমেন্ট হলেই আপনি অনলাইন মাধ্যমে আপনার আবেদনটি কমপ্লিট করতে পারবেন। কি কাগজপত্র লাগবে 

 ১:আপনার বাবা অথবা মা একটি এনআইডি কার্ড ফটোকপি। 

২:  আবেদনকারীর যদি 2000 সালের পরে জন্মগ্রহণ হয়  । যে চিকিৎসা প্রতিষ্ঠান থেকে জন্মগ্রহণ করে সে প্রতিষ্ঠানের থেকে প্রত্যয়ন পত্র প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা দ্বারা সত্যায়িত ডকুমেন্ট লাগবে। 

আবেদনকারীর জন্ম সাল যদি 2000 সালের আগে হয় তাহলে যে কোন শিক্ষা প্রতিষ্ঠান মূল সার্টিফিকেট অথবা এডমিট কার্ড ফটোকপি সরকারি গেজেট কর্মকর্তা সত্যায়িত করে আপলোড দিতে হবে ।

অনলাইনে জন্ম নিবন্ধন সার্টিফিকেট আবেদনের জন্য এই দুটি ডকুমেন্ট লাগবে ডকুমেন্টগুলো অবশ্যই 100kb নিচে আপলোড দিতে হবে আবেদন করার পূর্বে আপনাকে ডকুমেন্টগুলো স্কিন অথবা ছবি তুলে যে ডিভাইস দিয়ে আবেদন করবে সে ডিভাইসে রাখতে হবে 

জন্ম নিবন্ধন সার্টিফিকেট অনলাইনে কিভাবে আবেদন করবেন

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার জন্য প্রথমে আমাদের dbris gov  bd এই ওয়েবসাইটে ক্লিক করে ওপেন করে নিতে হবে। আপনাকে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে যেই কন্ডিশন গুলো রয়েছে সেগুলো পড়ে নিবেন । আপনি অনলাইনে জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি আপনার কোন ঠিকানায় নিতে চান সেটি সিলেক্ট করে দিবেন ওখানে তিনটি অপশন থাকবে জন্মস্থান, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, 

আপনার যেই স্থান থেকে জন্ম নিবন্ধন সার্টিফিকেটে সংগ্রহ করতে সুবিধা হবে সেই ঠিকানাটি সিলেট করে নিবেন। 

আপনাকে জন্ম নিবন্ধন আবেদন ক্লিক করলে একটি ফরম এ নিয়ে আসবে সেই ফরম যার জন্য আমরা জন্মনিবন্ধন  সার্টিফিকেট আবেদন করব তার বাংলায় নাম ইংলিশে নাম গ্রাম মহল্লা তার সকল ইনফর্মেশন সঠিকভাবে পূরন  করে নেবেন।

তারপর পরবর্তী অপশনে ক্লিক করলে আপনার পিতা-মাতার ইনফর্মেশন দিয়ে দিবেন আপনার জন্মতারিখ যদি 2000 সালের পরে হয় তাহলে আপনার মা-বাবার ডেট অফ বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে দিয়ে দিবেন তারপর দেখবেন আপনার মা-বাবার বাংলায় এবং ইংলিশে নাম চলে আসবে। 

যদি আপনার জন্ম সাল 2000 সালের আগে হয়ে থাকে তাহলে আপনার মা-বাবার জন্ম নিবন্ধন সার্টিফিকেট নাম্বার অথবা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পর বাংলায় ,ইংলিশে নাম খালিঘর পূরণ করে দিবেন তারপর পরবর্তী তে ক্লিক করুন 

পরবর্তীতে ক্লিক করার পর দেখবেন যদি আপনার জন্ম নিবন্ধন  সারটিফিকেট নিজে আবেদন করেন নিজে ক্লিক করে দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার এবং আপনার আবেদন করার সময় প্রথমে যে দুইটা ডকুমেন্টের কথা উল্লেখ করা হয়েছিল সে দুইটা ডকুমেন্ট আপলোড করে দিবেন কী ডকুমেন্ট দিছ সেটা নিচে থেকে সিলেট করে নিবেন। 

তারপর পরবর্তী ক্লিক করলে দেখবেন একটি পিডিএফ ফাইল এসেছে আপনার সকল তথ্য গুলো নিয়ে। আপনি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিবেন 

আমাদের অনলাইনে জন্ম নিবন্ধন সার্টিফিকেট আবেদন করা কমপ্লিট এখন আমাদের কি করতে হবে। 


জন্ম সার্টিফিকেট অনলাইনে আবেদন করার কত দিনের মধ্যে কাগজপত্র জমা দিতে হবে 


যে পিডিএফ ফাইলটি আমরা ডাউনলোড করলাম সেই ফাইলটি প্রিন্ট করে এবং সকল অরজিনাল ডকুমেন্ট ফটোকপি করে সরকারি অফিসার ধারা সত্যায়িত করে সকল ডকুমেন্টগুলো নিয়ে 15 দিনের মধ্যে আপনার নির্ধারিত ঠিকানায় আবেদন ডকুমেন্টগুলো জমা দিয়ে আসবেন 15 দিনের মধ্যে আপনার ডেট অফ বার্থ ডেট সার্টিফিকেট অরিজিনাল কপি দিয়ে দেবে।  


অনলাইন আবেদন পর কি কি কাগজ জমা দিতে হবে 

১: আপনার অনলাইন আবেদন ফরম 

২: জন্ম চিকিৎসা প্রতিষ্ঠান থেকে সনদপত্র 

৩: মা-বাবার জন্ম নিবন্ধন /অথবা এনআইডি কার্ডের ফটোকপি। 

৪: আপনার যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান সার্টিফিকেট অথবা এডমিট কার্ড 

অবশ্যই সকল ডকুমেন্ট ফটোকপি এবং সহকারী কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে নিতে হবে  


আপনার বুঝতে যদি কোন সমস্যা হয়ে থাকে নিচে ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে জন্ম সার্টিফিকেট জন্য অনলাইনে আবেদন করে নিতে পারবেন।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url