পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জাতি কারা, বাংলাদেশ কত নম্বরে?

পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান জাতি হচ্ছে জাপান। সূর্যোদয়ের দেশ জাপানি নাগরিকদের গড় আইকিউ অন্য সব জাতির থেকে বেশি, বুদ্ধিমত্তার পরিমাপে তারাই এখন শীর্ষে। ব্রিটিশ, আমেরিকান  কারোরই জায়গা হয়নি শীর্ষ দশ তালিকা। 

পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জাতি কারা

১৯৯ টি দেশে বুদ্ধিমান জাতি তালিকায় বাংলাদেশ অবস্থান ১৫০ তম। ইন্টার্নেশনাল কোশ্চেন বা  আই,কিউ বাংলা এর অর্থ বুদ্ধিমত্তা। নির্ধারিত বিষয়ক বিচক্ষণতা দ্রুত বুদ্ধিবৃত্তিক উত্তর প্রদান করা  ক্ষমতার উপর ভিত্তি করে পরিমাপ করা হয় ব্যক্তির আইকিউ (IQ) 


সম্প্রতি  জাতিগত গড় আইকিউ বা বোধগম্য বিচার দিয়ে মোট ১৯৯ টি দেশের তালিকা প্রকাশ করেছে মার্কিন গবেষণাপ্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ। ব্রিটিশ মনোচিকিৎসক রিচার্ড  লিংকএর রিচার্জ  ভিত্তিতে তৈরি করা হয় এই তালিকা। শীর্ষ ১০ দেশের ৬ টি দেশ এশিয়ার। প্রথমে রয়েছে 

  • তাইওয়ান। 
  • সিঙ্গাপুর 
  • হংকং 
  • চিন 
  • দক্ষিণ কোরিয়া 
  • বেলারুশ 
  • ফিনল্যান্ড 
  •  জার্মানি  

৭৪.৩৩ পয়েন্ট নিয়ে  বাংলাদেশের অবস্থান ১৫০ তম। ৭৬.৭৪ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে ১৪৩ তম অবস্থানে ১২০ তম থাকা পাকিস্তানের পয়েন্ট হচ্ছে ৮০.০০। ৯৭.৪৩ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান  ২৯ তম। ৩৫ তম স্থানে আছে  পরাশক্তি রাশিয়া পয়েন্ট  ৯৬.২৯। সর্বনিম্নে থাকা নেপাল পয়েন্ট মাত্র  ৪২.৯৯। চৌকস ওপর শ্রমিক মানুষের দেশ জাপান বহু বছর যাবৎ জাপানের পারিবারিকভাবে সহজাত বুদ্ধির নানা চর্চা করে । যত কৌশলী বা চালাক হোক না কেন আপনি জাপানি বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা শ্রেষ্ঠত্ব আপনাকে মানতেই হবে।

এ ধরনের নিত্য নতুন তথ্য পেতে আমাদের ফেসবুক পেজটি এখনি লাইক দিয়ে সাথে থাকুন নতুন নতুন আপডেট পেয়ে যাবেন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url